তেলের দাম কমবে না, গ্যাসের দাম বাড়ানোর পক্ষে সরকার

দেশে জ্বালানি তেলের দাম কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম। তিনি বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমায় ক্ষতির পরিমাণ কমিয়ে দেশে জ্বালানি সরবরাহের অবকাঠামো নির্মাণ করবে সরকার। এ ছাড়া সরকার গ্যাসের দাম বাড়ানোর পক্ষে বলেও জানান তিনি।
আজ রোববার দুপুরে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটের চলমান প্রকল্প পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তাজুল ইসলাম।
এ সময় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য স্থানীয় সংসদ সদস্য এম এ লতিফ, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মাহামুদ রেজা খান ও ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ইমদাদুল হক উপস্থিত ছিলেন।
সংসদীয় কমিটির সভাপতি জানান, আশপাশের দেশের তুলনায় বাংলাদেশে গ্যাসের দাম অনেক কম। দেশে গ্যাসের মজুদও পর্যাপ্ত নয়, এ অবস্থায় সরবরাহ ও চাহিদার সমন্বয় করতে গ্যাসের দাম বাড়ানোর পক্ষে সরকার। শুনানি শেষে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
পরে তেল শোধনাগার প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সংসদীয় দলের সদস্যরা।
দেশে ইউরো-ফোর প্রযুক্তির তেল উৎপাদনে প্রায় ১৫ হাজার কোটি টাকা ব্যয়ে নতুন একটি শোধনাগার ইউনিট তৈরির কাজ হাতে নিয়েছে ইস্টার্ন রিফাইনারি। আগামী তিন বছরে এ ইউনিট উৎপাদনে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন কর্মকর্তারা। কাজ শেষ হলে প্রায় তিন কোটি টন তেল শোধন করতে পারবে সংস্থাটি, যা বর্তমান ক্ষমতার দ্বিগুণ।
জ্বালানি তেল বিপণনে যমুনা অয়েল কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের ২৭ কোটি ২০ লাখ টাকা অনিয়ম ও কোম্পানির বছরে মুনাফার ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা না দেওয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুর্নীতি বন্ধ করে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর মতবিনিময়ে জোর দেয় সংসদীয় কমিটি।