বাল্যবিবাহ দেওয়ায় কনের বাবাসহ ৩ জনকে কারাদণ্ড

যশোরের কেশবপুরে বাল্যবিবাহ দেওয়ায় ভ্রাম্যমাণ আদালত কনের বাবাসহ তিনজনকে এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন।
পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গত ২৯ জুলাই কেশবপুর উপজেলার শ্রীফলা কালিয়ারই দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ঘরোয়াভাবে বাল্যবিবাহ দেওয়া হয়। ওই ঘটনায় কনের বাবা দেলাওয়ার হোসেন (৫০), এলাকার ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আনিছুর রহমান বাবু (৩৪) ও আটন্ডা গ্রামের আবদুল খালেককে (৫৫) আজ রোববার এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত ।
কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ রায়হান কবির বিকেলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই রায় দেন।