চট্টগ্রামে বিএনপির ২ নেতাকে সংবর্ধনা

দেশে গণতন্ত্র না থাকায় জঙ্গিবাদ মাথাচড়া দিয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির নবনির্বাচিত সভাপতি ডা. শাহাদাত হোসেন।
আজ সোমবার বিকেলে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সংবর্ধনা সভায় এসব কথা বলেন শাহাদাত হোসেন।
মহানগর বিএনপির নতুন কমিটি ঘোষণার পর প্রথম সমাবেশের আয়োজন করে দলটি। সভায় নবনির্বাচিত সভাপতি ডা. শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্করকে ফুল দিয়ে সংবর্ধনা দেন নেতাকর্মীরা। তবে ঘোষিত কমিটির সহসভাপতি আবু সুফিয়ান সভায় অনুপস্থিত ছিলেন।
সমাবেশে বিএনপি নেতা সাইফুল আলম, ইয়াসিন চৌধুরী লিটন, যুবদল নেতা ইকবাল হোসেন ও ছাত্রদল সভাপতি গাজী সিরাজ বক্তব্য দেন।
গত শনিবার ঢাকার নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির ৫০২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই দিন চট্টগ্রাম মহানগর বিএনপির ৩ সদস্যবিশিষ্ট কমিটিও ঘোষণা করা হয়।