গাছ কাটার অভিযোগে ইউপি চেয়ারম্যান জেলহাজতে
সরকারি গাছ কাটার অভিযোগে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার পিংনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা খন্দকার মোতাহের হোসেন জয়কে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
ইউপি চেয়ারম্যান মোতাহের হোসেন জয় গত ১৩ জুলাই না ইউনিয়নের ফুলদহ পাড়া এলাকার রাস্তার দুই পাশ থেকে সরকারি নয়টি মেহগনি গাছ কেটে নিয়ে যান। এই ঘটনায় গোপালপুর এলাকার বাসিন্দা নূরুল ইসলাম বাদী হয়ে গত ২ আগস্ট জামালপুর বিচারিক হাকিম আদালতে একটি মামলা করেন। সোমবার আদালতে হাজির হয়ে মোতাহের হোসেন জয় জামিন আবেদন করলে জামালপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক নিষ্কৃতি হাগিতক জামিন আবেদন নাকচ করে তাঁকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।