অবশেষে হাতি উদ্ধার
ভারত থেকে বন্যার পানিতে বাংলাদেশের জামালপুরে ভেসে আসা বন্য হাতিটিকে অবশেষে উদ্ধার করেছে বনবিভাগ। এর মাধ্যমে প্রায় দেড় মাস পর হাতিটিকে বন্যার পানি থেকে ডাঙ্গায় তোলা হলো।
আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সরিষাবাড়ি উপজেলার কামরাবাদ ইউনিয়নের কয়ড়া এলাকায় দূর নিয়ন্ত্রিত যন্ত্রের সাহায্যে হাতিটিকে চেতনানাশক ইনজেকশন দেওয়া হয়। এরপর হাতিটি চেতনা হারিয়ে একটি ডোবায় পড়ে যায়। পরে বন কর্মকর্তারা দড়ি বেঁধে সেখান থেকে হাতিটিকে ডাঙ্গায় তোলেন। তবে এখনো হাতিটির জ্ঞান ফেরেনি।
হাতি উদ্ধারের জন্য গঠিত বাংলাদেশের বিশেষজ্ঞ দলের প্রধান বাংলাদেশ নেচার কনজারভেটিভ সোসাইটির প্রধান নির্বাহী পরিচালক ড. তপন কুমার দে জানিয়েছেন, এখন হাতিটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। জ্ঞান না ফেরা পর্যন্ত হাতিটিকে একটি বড় গাছের সাথে বেঁধে রাখা হবে। তিনি জানান, ঢাকা থেকে একটি উচ্চ ক্ষমতার ক্রেন সরিষাবাড়িতে আনা হচ্ছে। ক্রেন এলে হাতিটিকে ট্রাকের মাধ্যমে বঙ্গবন্ধু সাফারি পার্ক বা ঢাকা চিড়িয়াখানায় নেওয়ার কথা ভাবছেন তাঁরা।
প্রথম দফা বন্যার শুরুতে ভারতীয় দলছুট বন্য হাতিটি বন্যার পানির সঙ্গে বাংলাদেশে ঢুকে পড়ে। প্রায় দেড় মাস যাবত এ টি জামালপুর, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ ও বগুড়ার চরাঞ্চলে ঘুরে বেড়াচ্ছিল।
হাতিটিকে উদ্ধার করতে গত ৪ আগস্ট ভারতের একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসে। তিনদিন চেষ্টার পর ৮ আগস্ট দেশে ফিরে যান তাঁরা।