নরসিংদীতে ২৫ হাজারের বেশি ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

নরসিংদীতে ২৫ হাজারের বেশি ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শরীফ (৩০) পেশাদার মাদক ব্যবসায়ী বলে দাবি পুলিশের।
গতকাল বুধবার সন্ধ্যায় সদর উপজেলার মাধবদী থানার পাঁচদোনার চৈতাব এলাকার ড্রিম হলিডে পার্কের সামনে থেকে শরীফকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ২৫ হাজার ৬৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে নরসিংদী জেলা পুলিশ সুপার সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার আমেনা বেগম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত সন্ধ্যায় গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আবদুল গাফফার তাঁর দল নিয়ে শরীফকে গ্রেপ্তার করে। পুলিশ সুপার জানান, এটি নরসিংদীতে এ যাবতকালের সবচেয়ে বেশি মাদক উদ্ধারের ঘটনা। গ্রেপ্তারকৃত শরীফ নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলেও পুলিশের দাবি। তাঁর বিরুদ্ধে মাধবদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল আলম, গোয়েন্দা পুলিশ পরিদর্শকসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।