বাঁধ ভেঙে বাড়িঘরে পানি, ডুবে গেছে ঘের

কালবৈশাখীর প্রবল ঝড়ো হাওয়ায় জোয়ারের পানির তোড়ে সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের নাকলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ ভেঙে চাকলা গ্রামের তিন শতাধিক বাড়িঘরে পানি উঠেছে। এ ছাড়া ডুবে গেছে কয়েকশ বিঘা জমির চিংড়িঘের।
গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। এ সময় সাতক্ষীরার বিভিন্ন এলাকার ক্ষেতের পাকা ধানের ক্ষতি হয়। ছোট-বড় গাছ পড়ে গেছে। ক্ষতি হয়েছে কাঁচা আমের। এ ছাড়া তালা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিদারুল নামের এক যুবক মারা গেছেন।
প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন এনটিভি অনলাইনকে জানান, ‘পাউবোর বেড়িবাঁধটি আগে থেকেই দুর্বল ছিল। পাউবোকে বারবার অনুরোধ করার পরও তাঁরা তা সংস্কারে গুরুত্বই দেয়নি।’
ঘটনাস্থল থেকে ইউপি চেয়ারম্যান বলেন, বাঁধটির প্রায় ২০০ ফুট ভেঙে কপোতাক্ষ নদের পানিতে একাকার হয়ে গেছে। সকাল থেকে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণের চেষ্টা করছেন। প্রথম দফায় এমন একটি চেষ্টা ব্যর্থ হয় বলে উল্লেখ করেন তিনি ।
এদিকে বাঁধ ভাঙার খবর পাওয়ার পর পাউবোর দুজন অধঃস্তন কর্মকর্তা ঘটনাস্থলে আসেন। তাঁরা তহবিল সংকটের কথা বলে ফিরে গেছেন।
গ্রামবাসী জানায়, সরকারি সাহায্য ছাড়াই ইউপি চেয়ারম্যানের দেওয়া আর্থিক সহায়তায় তাঁরা বাঁধ সংস্কারের কাজ করছেন।
আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম এনটিভি অনলাইনকে বলেন, ‘বাঁধ সংস্কারের চেষ্টা অব্যাহত রয়েছে। পরে জোয়ারে যাতে পানি উঠতে না পারে সে চেষ্টা চলছে। বাঁধ সংস্কারে অধিক জনবল নিয়োগ করা হয়েছে।’