কুড়িগ্রামে আন্তর্জাতিক যুব দিবস পালিত
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে কুড়িগ্রামে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধে যুবদের করণীয় শীর্ষক মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আজ শুক্রবার বেলা ১১টায় একটি মিছিল বের করা হয়। পরে যুব ভবনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হামিদুর রহমান, জেলা প্রশাসক খান মো. নূরুল আমিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পনির উদ্দিন আহমেদ, কুড়িগ্রাম পৌরসভার মেয়র আবদুল জলিল, জেলা যুবলীগের আহ্বায়ক রুহুল আমীন দুলাল, যুবনেতা আতাউর রহমান বিপ্লব প্রমুখ।
বক্তারা জঙ্গিবাদের বিরুদ্ধে যুবসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।