স্কুলছাত্রীর বিয়ের চেষ্টা, বাবার কারাদণ্ড

প্রতীকী ছবি
যশোরের কেশবপুর উপজেলার দেউলি গ্রামে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে বাল্যবিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত তার বাবাকে এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন।
আজ শনিবার সকালে নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ রায়হান কবির তাঁর কার্যালয়ে এ রায় দেন।
দণ্ডিত বিশ্বনাথ দাস দেউলি গ্রামের বাসিন্দা। তাঁর মেয়ে মায়া রানী দাস প্রতাপপুর নিভা রানী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শুক্রবার মায়া রানী দাসের বিয়ের আয়োজন করা হয়। এ বাল্যবিবাহের খবর পেয়ে ইউএনও ঘটনাস্থলে গিয়ে তার বাবা বিশ্বনাথকে আটক করেন। পরে আজ তাঁকে দণ্ডাদেশ দেওয়া হয়।