মাগুরায় গাছের সঙ্গে বেঁধে গৃহবধূকে নির্যাতন, গ্রেপ্তার ৩
মাগুরা সদর উপজেলায় এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শ্রীবাস কুণ্ডু জানান, মাগুরা পৌর এলাকার কুকনা ঘোষপাড়ার এক গৃহবধূকে প্রতিবেশীরা গরু চুরি এবং ছাগল দিয়ে সবজি ক্ষেত নষ্ট করার অভিযোগে গতকাল শুক্রবার বিকেলে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে। এ ঘটনায় পুলিশ শুক্রবার রাতে ওই গৃহবধূকে উদ্ধার করে। রাতেই তিনি বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ আসামি অসীম ঘোষ, সুজন ঘোষ ও স্বপন ঘোষকে গ্রেপ্তার করে।
নির্যাতনের শিকার গৃহবধূ অভিযোগ করেন, সম্প্রতি এলাকায় গরু চুরি ও ছাগল দিয়ে সবজি ক্ষেত নষ্টের অভিযোগে তাঁর স্বামী ও তাঁকে প্রতিবেশী ভরত ঘোষ, সুজন, স্বপন, রাজ কুমার, অসীম, শ্যামাপদ ঘোষসহ তার সহযোগীরা গত রোববার বেদম মারপিট করে। এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করা হয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে তাঁকে পরিবারসহ এলাকা ছাড়ার হুমকি দেয়। সর্বশেষ গতকাল শুক্রবার বিকেলে ক্ষেতে ছাগল ঢোকার মিথ্যা অপবাদ দিয়ে ওই লোকজন বাড়ি থেকে হাত-পা ধরে কাদাপানির মধ্যে টেনেহিঁচড়ে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে মারপিট করে।
গৃহবধূ বলেন, তাঁকে বাড়ি থেকে টেনেহিঁচড়ে আনার সময় তিনি ভরত নামের একজনকে কাঁচি দিয়ে কুপিয়ে জখম করেছেন।
এ বিষয়ে মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূকে উদ্ধার করেছে। তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।