অ্যাটকো প্রেসিডেন্টের জামিন আপিল বিভাগে বহাল
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/04/23/photo-1429784507.jpg)
এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর প্রেসিডেন্ট আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।
আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ জামিন বহালের আদেশ দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
শুনানিতে মোসাদ্দেক আলীর পক্ষে অংশ নেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
গত ১২ এপ্রিল রাজধানীর মিরপুর থানায় গাড়ি ভাঙচুর মামলায় জামিন দেন হাইকোর্টের একটি বেঞ্চ। এই বেঞ্চের সদস্যরা হলেন বিচারপতি মো. রেজা-উল হক ও বিচারপতি মো. খসরুজ্জামান।
গত ১ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে বের হওয়ার সময় আলহাজ্ব মোসাদ্দেক আলীকে আটক করা হয়। এর পর তাঁকে তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। অন্য দুটি মামলা খিলগাঁও ও বাড্ডা থানার।