কুলিয়ারচরে ইমামের বস্তাবন্দি লাশ উদ্ধার
কিশোরগঞ্জের কুলিয়ারচরে হাফেজ মিজানুর রহমান খোকন (২৮) নামের এক ইমামের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে স্থানীয় বাসিন্দারা ওই ইমামের লাশ উদ্ধার করে।
নিহত মিজানুর রহমান খোকন ওসমানপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামের বিলপাড় নূরচান মেম্বারের বাড়ির মসজিদের ইমাম এবং কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই এলাকার বাসিন্দা।
স্থানীয় বাসিন্দারা জানায়, আজ সোমবার ভোরে একটি বস্তা নিয়ে দুই ব্যক্তি মোটরসাইকেলে করে যাচ্ছিল। এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। লোকজনের উপস্থিতি দেখে ওই দুই ব্যক্তি বস্তাসহ মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে বস্তা খুলে লাশটি ইমামের বলে শনাক্ত করে স্থানীয় লোকজন।
এ ব্যাপারে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী মিজানুর রহমান জানান, লাশের গলায় জাল দিয়ে পেঁচানো ছিল। জাল পেঁচিয়ে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে বলেও জানান তিনি।