রাজশাহীতে কমেছে পাসের হার

রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় এবার কমেছে পাসের হার। তবে বেড়েছে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। পাসের হারে মেয়েরা এগিয়ে থাকলেও জিপিএ ৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছে ছেলেরা।
এবার রাজশাহী বোর্ডে পাস করেছে ৭৫ দশমিক ৪০ শতাংশ শিক্ষার্থী। যা গতবার ছিল ৭৭ দশমিক ৫৪ শতাংশ। আর এবার জিপিএ ৫ পেয়েছে ছয় হাজার ৭৩ জন শিক্ষার্থী, যা গতবার ছিল পাঁচ হাজার ২৫০ জন।
আজ বৃহস্পতিবার রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক সামসুল কালাম আজাদ সংবাদ সম্মেলন করে ফলাফল ঘোষণা করেন। দুপুর সোয়া একটার দিকে বোর্ডের সভাকক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল কালাম আজাদ বলেন, ‘রাজশাহী বোর্ডে এবার পাসের হার কমেছে ২ দশমিক ১৪ শতাংশ। তবে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৮২৩ জন।’ তিনি জানান, পাসের দিক থেকে মেয়েরা এগিয়ে থাকলেও জিপিএ ৫ প্রাপ্তির দিক থেকে ছেলেরা এগিয়ে আছে। মেয়ের পাশের হার ৭৮ দশমিক ৭০ শতাংশ। আর ছেলেদের মধ্যে পাসের হার ৭২ দশমিক ৭১ শতাংশ। ছয় হাজার ৭৩ জন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে ছেলে তিন হাজার ৫৮০ জন এবং মেয়ে দুই হাজার ৪৯৩ জন।
পরীক্ষা নিয়ন্ত্রক আরো জানান, এবার রাজশাহী শিক্ষা বোর্ডে এক লাখ ১৫ হাজার ৭৮০ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৬৩ হাজার ৭০৬ জন ছাত্র ও ৫২ হাজার ৭৪ ছাত্রী ছিল। পাস করেছে ৮৭ হাজার ৩০১ জন শিক্ষার্থী। যাদের মধ্যে ৪৬ হাজার ৩১৮ জন ছাত্র ও ৪০ হাজার ৯৮৩ জন ছাত্রী।
আটটি প্রতিষ্ঠানের কেউ পাস করেনি
এবার রাজশাহী বোর্ডে শতভাগ উত্তীর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কমেছে। গতবার ২৬টি প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হলেও এবার শতভাগ পাসকৃত প্রতিষ্ঠান দাঁড়িয়েছে ১৮টিতে। এবার রাজশাহী শিক্ষাবোর্ডে শুধু এক বিষয়ে অকৃতকার্য হয়েছে ১৭ হাজার ১১৩ শিক্ষার্থী।
এদিকে এবার রাজশাহী শিক্ষাবোর্ডের আটটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই পাস করেনি। এসব প্রতিষ্ঠানগুলো হচ্ছে, নওগাঁর আত্রাইয়ের শিবগঞ্জ টেকনিক্যাল ও বিজ্ঞান কলেজ, বদলগাছীর মিঠাপুর আদর্শ কলেজ, রাজশাহীর বাগমারার আদর্শ টেকনিক্যাল এন্ড বিজ্ঞান ম্যানেজমেন্ট কলেজ, গুরুদাসপুরের চাচকৈড় নাজিমউদ্দিন স্কুল এন্ড কলেজ, তাড়াশের জহিরউদ্দিন বিজ্ঞান কলেজ, নাটোরের ধুপইল কলেজ, ধামুইরহাটের পোড়ানগর মডেল কলেজ ও চৌগাছা মহিলা কলেজ। এসব কলেজ থেকে একজন থেকে পাঁচজন শিক্ষার্থী অংশ নিলেও তারা সবাই অকৃতকার্য হয়েছে।
রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক সামসুল কালাম আজাদ জানান, এসব শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। সন্তোষজনক জবাব না পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে তিনি বলেন, ‘এসব কলেজের বেশীরভাগই নতুন।’