বিটিসিএলের প্রকৌশলীসহ তিনজন কারাগারে

দুর্নীতির অভিযোগে আটক চট্টগ্রামের কেন্দ্রীয় টেলিফোন একচেঞ্জের বিভাগীয় প্রকৌশলী প্রদীপ দাশসহ তিনজনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম নাজমুল হোসেন চৌধুরী শুনানি শেষে এ নির্দেশ দেন।
গতকাল বুধবার নগরীর নন্দনকানন বিভাগীয় কার্যালয়ে অভিযান চালিয়ে দুদক ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ঘুষ নেওয়ার অভিযোগে প্রকৌশলী প্রদীপ দাশ, কার্যালয়ের প্রধান সহকারী গিয়াস উদ্দিন ও টেলিফোন অপারেটর হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করে।
এ সময় তিনজনের কক্ষ থেকে ৮৩ লাখ টাকার সঞ্চয়পত্র, ১৮ লাখ টাকার জমির দলিল ও নগদ দুই লাখ ৩৪ হাজার টাকার উদ্ধার করা হয়।
দুদকের আইনজীবী মেজবাহ উদ্দিন জানান, আসামিরা তাঁদের কার্যালয়ে রক্ষিত বিপুল টাকার হিসাব দিতে পারেননি। আদালত শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।