নৌযান শ্রমিকদের ধর্মঘটে অচল মোংলা বন্দর

নৌযান শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে কার্যত অচল হয়ে গেছে বাগেরহাটের মোংলা সমুদ্রবন্দর। বন্দর চ্যানেলে অবস্থানরত দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই, খালাস ও পরিবহন বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে মোংলা বন্দরের সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ।
খোঁজ নিয়ে জানা যায়, বিভিন্ন ধরনের আমদানি পণ্য নিয়ে বন্দরে থাকা জাহাজ থেকে মালামাল খালাস করতে না পারায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বন্দর জেটি ও চ্যানেলে পণ্য খালাসের অপেক্ষায় বিদেশি জাহাজগুলো অলস পড়ে থাকায় মোটা অঙ্কের লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। এ ছাড়া পণ্য বোঝাইয়ের জন্য বন্দর চ্যানেলে সারিবদ্ধভাবে নোঙর করা আছে শত শত পণ্যবাহী নৌযান।
ধর্মঘটের বিষয়ে জানতে চাইলে নৌ শ্রমিক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ওয়েজুল ইসলাম বুলবুল বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট অব্যাহত থাকবে। তিনি বলেন, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান মঙ্গলবার মালিকপক্ষকে দাবি মেনে নিয়ে সমস্যা সমাধানের কথা বললেও মালিকপক্ষ এখনো তাতে সাড়া দেয়নি।
বেতন-ভাতা বৃদ্ধিসহ ১৫ দফা দাবিতে মঙ্গলবার রাত ১২টা ১ মিনিট থেকে অনির্দিষ্টকালের নৌযান ধর্মঘটের ডাক দেয় নৌ শ্রমিক সংগ্রাম পরিষদ। দাবি আদায়ের লক্ষ্যে প্রায় সাড়ে ১৯ হাজার নৌযানের দুই লাখ শ্রমিক এ ধর্মঘট পালন করছে। তবে মালিকপক্ষ বেতন-ভাতা বৃদ্ধি করায় তেলবাহী ট্যাঙ্কারের শ্রমিকরা ধর্মঘট পালন থেকে বিরত রয়েছেন।