কলারোয়ার একটি গ্রামে বিদ্যুৎ সংযোগ

বিদ্যুতের আলোয় ঝলমল করে উঠল সাতক্ষীরার কলারোয়া উপজেলার প্রত্যন্ত গ্রাম হুলহুলিয়া। এ গ্রামের ১৮১টি পরিবারে এখন জ্বলছে বিদ্যুতের বাতি। গ্রামের বাসিন্দারা দেখছেন টেলিভিশন, কাজ করছেন কম্পিউটার আর ল্যাপটপ নিয়ে।
আজ রোববার সাতক্ষীরার তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোস্তফা লুৎফুল্লাহ সুইচ টিপে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন।
কেরালকাতা ইউপি চেয়ারম্যান স ম মোরশেদ আলী জানান, এ গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে বিদ্যুতের প্রত্যাশা করে আসছিল। নানা কারণে তাদের প্রত্যাশা পূরণ করা যায়নি।
অবশেষে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি তাদের প্রত্যাশা পূরণে ২০১৪ সালে গ্রামটি বিদ্যুতায়িত করার সিদ্ধান্ত নিয়ে কাজে হাত দেয়। সম্প্রতি প্রায় ১৮ লাখ টাকা ব্যয়ে বিদ্যুৎ সংযোগের কাজ সম্পন্ন হয়।
স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, পল্লী বিদ্যুৎ সমিতি ১-এর জেনারেল ম্যানেজার রবীন্দ্র নাথ দাস, আওয়ামী লীগ নেতা সাজেদুর রহমান খান চৌধুরী, পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক সাইফুল্লাহ আজাদ, মো. ওয়াজিউর রহমান, ডিজিএম রেজাউল করিম প্রমুখ।