চট্টগ্রামে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৪০

চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ হয়েছে। এতে ১৫ পুলিশ সদস্যসহ কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন।
আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় আটক করা হয়েছে শতাধিক শ্রমিককে।
খোঁজ নিয়ে জানা যায়, সকালে ‘এশিয়ান অ্যাপারেল’ নামে একটি পোশাক কারখানার এক শ্রমিককে মারধরের অভিযোগ ওঠে। খবর ছড়িয়ে পড়লে নিউমার্কেট এলাকায় অবরোধ করেন ওই কারখানার শ্রমিকরা। এ সময় তাঁরা বেশ কিছু যানবাহন ভাঙচুর করেন।
কারখানার মালিক আবদুস ছালাম জানান, একদিন আগে শ্রমিকরা নিজেদের মধ্যে ঝগড়ায় লিপ্ত হয়। এ ঘটনা নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হলেও শ্রমিকরা রাস্তায় অবস্থান নেয়। খবর পেয়ে পুলিশ এসে অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। এতে পুলিশসহ বেশ কয়েকজন শ্রমিক আহত হন।
এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, শ্রমিকরা পুলিশের ওপর হামলা চালায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এতে কোতোয়ালি থানার সহকারী কমিশনারসহ (এসি) ১৫ পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে শতাধিক শ্রমিককে আটক করা হয়েছে।