সরাইলে ধান কাটা নিয়ে হামলা, নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ায় আজ সোমবার প্রতিপক্ষের হামলায় জাকিরের মৃত্যুর খবরে জেলা সদর হাসপাতালের সামনে কান্নায় ভেঙে পড়েন তাঁর বোন ও অন্য স্বজনরা। ছবি : এনটিভি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় আজ সোমবার ধান কাটা নিয়ে প্রতিপক্ষের হামলায় একজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন।
স্থানীয় লোকজন জানান, উপজেলার পাকশিমুল ইউনিয়নের হরিপুর গ্রামের প্রবাসী জাকির হোসেন ও পাশের সাতবাড়িয়া গ্রামের হিরণ মিয়ার মধ্যে জমি নিয়ে পূর্ববিরোধ ছিল। আজ সোমবার সকাল সাড়ে ৮টায় হরিপুর গ্রামের জাকির হোসেন জমিতে ধান কাটতে গেলে সাতবাড়িয়া গ্রামের হিরণ মিয়া একদল লোক নিয়ে হামলা চালায়। এতে জাকিরসহ ১৫ জন আহত হন। জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পথে জাকিরের মৃত্যু হয়।
জাকিরের মৃত্যুর খবরে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের সামনে কান্নায় ভেঙে পড়েন তাঁর বোন ও অন্য স্বজনরা।
এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরসাদ এনটিভি অনলাইনকে জানান, লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।