সিলেটে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

সিলেট নগরের দর্শন দেউড়ী এলাকার ছড়া থেকে আজ সোমবার দুপুরে উদ্ধার করা স্কুলছাত্র বাবুল মিয়ার লাশ পড়ে আছে রিকশাভ্যানে। ছবি : এনটিভি
সিলেট নগরের দর্শন দেউড়ী এলাকার ছড়া থেকে আজ সোমবার দুপুরে বাবুল মিয়া নামের এক স্কুলছাত্রের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত বাবুল নগরের আবদুল গফুর ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ত। সে নগরের জালালাবাদ আবাসিক এলাকার শামছুল হকের ছেলে।
পুলিশ জানায়, শামছুল হক গতকাল রোববার রাতে বিমানবন্দর থানায় তাঁর ছেলে নিখোঁজ হয়েছে মর্মে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। আজ সকালে নগরের দর্শন দেউড়ী এলাকার একটি ছড়ায় লাশের সন্ধান পাওয়া গেছে এমন খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পরে সেখান থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করার পর শামছুল হককে খবর দেয় পুলিশ। তিনি এসে ছেলেকে শনাক্ত করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে নেওয়া হয়।