গুজরাট চেম্বারের সঙ্গে চট্টগ্রাম চেম্বারের সমঝোতা সই

ভারতের সাউদার্ন গুজরাট চেম্বারের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।
আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের বঙ্গবন্ধু কনভেনশন হলে দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ-সংক্রান্ত এ সমঝোতা স্মারক সই হয়।
বাংলাদেশের পক্ষে চেম্বার সভাপতি মাহাবুবুল আলম ও গুজরাট চেম্বারের পক্ষে বি এস আগারওয়াল চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে মুম্বাইয়ে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার সামিনা নাজ, চট্টগ্রামে নিযুক্ত ভারতের ফার্স্ট সেক্রেটারি রাকেশ রামান, এ কে খান কোম্পানির এমডি সালাউদ্দিন কাসেম খান, বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এ এন এম সাইফুদ্দিন, বিএসআরএমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমীর আলী হুসেইন বক্তব্য রাখেন।
বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্যে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হয়নি উল্লেখ করে চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহাবুবুল আলম বলেন, অশুল্ক বাধা, অপ্রতুল যোগাযোগব্যবস্থা এর অন্যতম কারণ। সরকার প্রদত্ত সুযোগ-সুবিধা গ্রহণ করে ভারতীয়দের চট্টগ্রামে বিনিয়োগের আহ্বান জানান তিনি।
গুজরাট চেম্বারের সভাপতি বি এস আগারওয়াল বলেন, ভারত থেকে ফেব্রিকস আমদানির মাধ্যমে বাংলাদেশের ব্যবসায়ীরা লাভবান হতে পারেন। এ ধরনের শিল্প স্থাপনের মাধ্যমে বিপুলভাবে উপকৃত হওয়া সম্ভব।
চট্টগ্রাম চেম্বারের সহসভাপতি এস এম জামাল উদ্দিন ঈদুল আজহা উপলক্ষে ভারতীয় গরু আমদানির ক্ষেত্রে বিদ্যমান বাধা দূর করতে গুজরাটের ব্যবসায়ীদের সহযোগিতা চান।
মুম্বাইয়ে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার সামিনা নাজ পারস্পরিক স্বার্থে দুই দেশের সরকারি-বেসরকারি খাতে মধ্যে বিদ্যমান সম্পর্ক আরো করে জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন।
বক্তারা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে এ চুক্তি সুদূরপ্রসারী ভূমিকা রাখবে বলে মনে করেন।