ঘর থেকে দুই ভাইয়ের লাশ উদ্ধার

চট্টগ্রামের টাইগারপাস এলাকায় টাইগারপাসের কুয়ার পাড় রেলওয়ে বস্তির একটি ঘর থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা হলেন কামরুল হাসান ও মো. নুরুল আবছার।
আজ বৃহস্পতিবার রাতে পুলিশ লাশ দুটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
নিহতদের মুখে ফেনা থাকলেও শরীরে কোনো আঘাতের চিহৃ না থাকায় মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজামউদ্দিন জানান, ঘরের মেঝেতে তাদের মরদেহ একটির ওপর আরেকটি পড়ে ছিল। এ অবস্থায় মরদেহগুলো দেখে স্থানীয় লোকজন রাত ৮টার দিকে থানায় খবর দিলে পুলিশ আসে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, দুই ভাইয়ের বাড়ি কুমিল্লার লাকসামে। তাদের বাবার নাম লেদু মিয়া। রেলওয়েতে তাঁর চাকরির সুবাদে ওই এলাকার বস্তিতে ঘর তুলে ভাড়া দিয়ে তার একটিতে থাকতেন কামরুল ও আবছার।