নাশকতার মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ প্রধানমন্ত্রীর

নাশকতায় জড়িতদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে দেশের মানুষের জীবনে শান্তি ফিরিয়ে আনা পর্যন্ত যৌথ অভিযান অব্যাহত রাখারও নির্দেশ দেন তিনি। আজ সোমবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলনকক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন।
বগুড়া ও সাতক্ষীরার জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সাথে এ ভিডিও কনফারেন্স হলেও এ দুটি জেলার আশপাশের কয়েকটি জেলা এবং রাজশাহী ও খুলনা বিভাগীয় কার্যালয় এতে যোগ দেয়।urgentPhoto
জেলা দুটির উন্নয়নে বেশ কিছু নির্দেশনা দিতে গিয়ে প্রধানমন্ত্রী বগুড়ায় কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার তাগিদ দেন। তবে এ জেলায় সাক্ষরতার হার কম হওয়ায় আক্ষেপ প্রকাশ করেন তিনি।
আর সাতক্ষীরা এলাকার জলাবদ্ধতা দূরীকরণে নদী খননকাজ অব্যাহত রাখার তাগিদ দেন। একই সাথে শেখ হাসিনা বলেন, নির্বাচনের আগে ২০১৩-তে গোটা বছরজুড়েই সাতক্ষীরায় তাণ্ডব চালায় বিএনপি-জামায়াত। প্রধানমন্ত্রী বলেন, এ অবস্থার পরিবর্তন করে এখন দেশের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘মোবাইল কোর্ট সেটাও কিন্তু অব্যাহত রাখতে হবে। ২০১৩ সালে নাশকতার ঘটনা ঘটানো হয়েছিল। এরপর ইলেকশন হয়ে গেল, আমরা সরকার গঠন করলাম। সত্যি কথা বলতে কি, এরপর আমরা উন্নয়নের কাজের দিকে এত বেশি দৃষ্টি দিয়েছিলাম যে, তখন অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে খুব বেশি নজর দিতে পারিনি। তার খেসারতটা দিতে হলো ২০১৫ সালের জানুয়ারি থেকে। দেখলাম, একটানা হরতাল আর অবরোধ। সেই সাথে মানুষ খুন করা।’
যারা জীবন্ত মানুষ পুড়িয়ে মেরেছে, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার তাগিদ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘যারা নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিল, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে হবে। তাদের শুধু গ্রেপ্তার করলে হবে না। মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করে তাদের কঠিন শাস্তি দিতে হবে। যাতে ভবিষ্যতে মানুষকে এভাবে ক্ষতিগ্রস্ত না করে।’
এর আগে একই স্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি আইন, ২০১৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে।