শোক দিবস উপলক্ষে মাধবদীতে যুবলীগের শোকসভা ও মিলাদ

শোক দিবস উপলক্ষে নরসিংদীর মাধবদীতে সদর উপজেলা যুবলীগের উদ্যোগে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) নজরুল ইসলাম হীরু বীরপ্রতীক।
সদর উপজেলা যুবলীগের সভাপতি জাকির হোসেন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবলীগ নেতা বদিউল আলম বদি, ফজলুল হক আতিক, কাজী মাজাহার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় কৃষ্ণ গোস্বামী, মাধবদী পৌরসভার মেয়র মোশারফ হোসেন মানিক, আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন মিয়া, আবুল হোসেনসহ আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা।
এ সময় প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হীরু বলেন, ‘যারা ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করেছে, যারা ২১ আগস্ট বোমা হামলা চালিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালিয়েছিল তার কখনোই এ দেশের স্বাধীনতা চায়নি। তারা বঙ্গবন্ধুর সোনার বাংলাকে জঙ্গিরাষ্ট্র বানাতে চায়। এরই ধারাবাহিকতায় দেশকে ধ্বংস করতে জ্বালাও-পোড়াওসহ বোমা হামলা করছে। তাই আসুন ২০২১ সালের মধ্যে দেশেকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে সবাই ঐক্যবদ্ধ হই। দেশের উন্নয়ন রুখতে ষড়যন্ত্র করছে একটি দল। এরই অংশ হিসেবে ধর্মের অপব্যাখা দিয়ে জঙ্গিবাদের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে অপচেষ্টা চালাচ্ছে।’ তাই সতর্কতার সঙ্গে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্রকারীদের প্রতিরোধ করার আহ্বান জানান তিনি।