ফ্রিজের গরুর মাংসও নিয়ে গেল ডাকাতরা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার ঘুঘুডাঙ্গায় এক স্কুলশিক্ষকের বাড়িতে ডাকাতি হয়েছে। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ আজিজুর রহমান ও তাঁর পরিবার।
ডাকাতির শিকার তক্কেল আলী দামুড়হুদা উপজেলার বড় বলদিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক।
পুলিশ ও ক্ষতিগ্রস্তরা জানায়, রোববার দিবাগত রাতে ১০-১২ জনের একদল ডাকাত শিক্ষক তক্কেল আলীর বাড়িতে প্রবেশ করে। এরপর তারা ওই শিক্ষকের হাত-পা বেঁধে এবং অস্ত্র দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতি করে। ডাকাতরা ২২ হাজার টাকা, স্বর্ণালংকার, তিনটি মুঠোফোন, জামাকাপড় ও ফ্রিজে রাখা রান্না করা দুই কেজি গরুর মাংস নিয়ে যায়।
স্কুলশিক্ষকের বাড়িতে ডাকাতির পর পাশেই অবস্থিত চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ আজিজুর রহমানের বাড়িতে হানা দেওয়ার চেষ্টা করে ডাকাতরা। আজিজুর রহমান সঙ্গে সঙ্গে মোবাইল ফোনে প্রতিবেশীদের জানালে তারা ছুটে আসে এবং ডাকাত দলকে ধাওয়া করে।
বিষয়টি নিশ্চিত করে আজিজুর রহমান জানান, ডাকাতরা তাঁর প্রতিবেশীর বাড়ি থেকে ২২ হাজার টাকা, স্বর্ণালংকার, তিনটি মুঠোফোন, জামাকাপড় ও ফ্রিজে রাখা রান্না করা দুই কেজি গরুর মাংস নিয়ে যায়।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, স্কুলশিক্ষক তক্কেল আলী বাদী হয়ে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা করেছেন।