চট্টগ্রামে জাল টাকাসহ দম্পতি গ্রেপ্তার

চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে দুই লাখ ৬০ হাজার টাকার সমপরিমাণ জালনোট জব্দ করেছে পুলিশ।
গতকাল সোমবার রাতে নগরীর হালিশহর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে বসুন্ধরা টাওয়ারের একটি ফ্ল্যাট থেকে এসব জাল টাকা উদ্ধার করেন মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা।
আজ মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপকমিশনার মারুফ হোসেন সাংবাদিকদের জানান, ওই বাসায় অভিযান চালিয়ে জসিম উদ্দিন ও তাঁর স্ত্রী বিবি তসলিমাকে গ্রেপ্তার করা হয়। এ সময় বাসাটি থেকে ২৬০টি এক হাজার টাকার জাল নোট, মোবাইল ফোন সেট ও ল্যাপটপ জব্দ করা হয়।
আটক দম্পতি দীর্ঘ আট বছর ধরে জাল নোটের ব্যবসা করে আসছেন বলে জানান উপকমিশনার। বিশেষ করে কোরবানির ঈদকে সামনে রেখে চট্টগ্রাম, নোয়াখালী, ফেনীসহ বিভিন্ন অঞ্চলে গরুর বাজারে দালালের মাধ্যমে জাল নোটের ব্যবসা করতে তাঁরা। এর আগেও তাঁদের বিরুদ্ধে জাল নোট সংক্রান্ত মামলা করা হয়েছে। এবারও কোরবানির ঈদকে সামনে রেখেই জাল নোট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছিলেন তাঁরা।
এই ঘটনায় হালিশহর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও সংবাদ সম্মেলন থেকে জানানো হয়।