ভোলায় নারী-শিশুসহ ১৬ জনকে উদ্ধার, ‘পাচারকারী’ আটক

ভোলার তজুমদ্দিন উপজেলায় অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ১৬ জনকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় পাচারকারী সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার উপজেলার পূর্ব চাঁদপুর গ্রামের একটি বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। এ সময় বাড়ির মালিক নিতাই চন্দ্র মণ্ডলকে আটক করা হয়।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহিন মণ্ডল দাবি করেন, নিতাই দীর্যদিন ধরে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে অসহায় ও হতদরিদ্রদের চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করে আসছেন।
তারই ধারাবাহিকতায় ১৬ জনকে এনে নিতাই তাঁর বাড়িতে রাখেন। খবর পেয়ে ওসি এ কে এম শাহিন মণ্ডলের নেতৃত্বে পুলিশ তাদের উদ্ধার করে।
নিতাই মণ্ডল জানান, এর আগেও দুইবার কক্সবাজার, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকা থেকে লোক পাচার করেছেন তিনি। এর বিনিময়ে তিনি জনপ্রতি চার হাজার টাকা করে নিতেন।
এ ঘটনায় মানবপাচার আইনে মামলা করা হয়েছে বলে জানান ওসি।