ব্রাহ্মণবাড়িয়ার ৪ রোগ নির্ণয় কেন্দ্রকে জরিমানা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/04/29/photo-1430310551.jpg)
ব্রাহ্মণবাড়িয়া শহরে আজ বুধবার চারটি রোগ নির্ণয় কেন্দ্র ও একটি বেসরকারি হাসপাতালে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। ছবি: এনটিভি
ব্রাহ্মণবাড়িয়া শহরের চারটি রোগ নির্ণয় কেন্দ্রকে এক হাজার টাকা করে চার হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একটি বেসরকারি হাসপাতালের অস্ত্রোপচার কক্ষ সিলগালা করে দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ ওই অভিযান চালান। তিনি পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ক্রিসেন্ট ডায়গনস্টিক সেন্টার, নকশি বাংলা ডায়াগনস্টিক সেন্টার ও খেয়াম ডায়াগনস্টিক সেন্টারকে এক হাজার টাকা করে জরিমানা করেন। এ ছাড়া
হলি ক্রিসেন্ট ডায়াগনস্টিক সেন্টার জেনারেল হাসপাতালের অস্ত্রোপচার কক্ষটি সিলগালা করে দেওয়া হয়েছে।
সাব্বির আহমেদ সাংবাদিকদের বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়ম-নীতি না মানার কারণে এবং হাসপাতালে কর্তব্যরত সেবিকা ও টেকনোলজিস্টের সনদ না থাকায় এসব জরিমানা করা হয়।