কোরবানির পশু আমদানির প্রয়োজন নেই : প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, দেশের বাইরে থেকে কোনো পশু আমদানির প্রয়োজন নেই। পশু আমদানি না হলে খামারিরা ন্যায্যমূল্য পাবেন, অন্যদিকে ক্রেতাদেরও বেশি দামে পশু কিনতে হবে না।
গতকাল শনিবার খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশে পর্যাপ্ত কোরবানির পশু রয়েছে। কোরবানির জন্য এক কোটির কিছু বেশি পশুর প্রয়োজন হবে। আমাদের দেশের খামারিরা এখন আগের চেয়ে অনেক বেশি পশু পোষেন এবং অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন।’
সমাজ ও দেশকে এগিয়ে নিতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী খুলনাকে এগিয়ে নেওয়া তথা উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
খুলনা অঞ্চলকে ঘিরে সরকারের উন্নয়ন প্রকল্পের বর্ণনা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, অচিরেই এ অঞ্চল অর্থনৈতিক জোন হিসেবে প্রতিষ্ঠিত হবে। সরকার মোংলা বন্দরকে বেশ গুরুত্ব দিচ্ছে। খুলনার জিরো পয়েন্ট থেকে ভোমরা পর্যন্ত ২৫০ কোটি টাকার রাস্তা সম্প্রসারণের প্রকল্প এরই মধ্যে সাবমিট করা হয়েছে এবং রাস্তাটি ৪০ ফুট সম্প্রসারণ করা হবে।
সাংবাদিকদের দাবির পরিপ্রেক্ষিতে খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনটি আধুনিক করার প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, এককভাবে কোনো কাজই বাস্তবায়ন করা সম্ভব নয়, সম্মিলিতভাবে এর বাস্তবায়ন করতে হবে। সাংবাদিকদের আবাসন ব্যবস্থার দাবির পরিপ্রেক্ষিতে তিনি বলেন, স্থানীয়ভাবে জমির ব্যবস্থা করা গেলে প্রধানমন্ত্রীকে অবহিত করে আবাসন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে।
সভায় খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম সভাপতিত্ব করেন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজার পরিচালনায় সভায় বক্তৃতা করেন দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক বেগম ফেরদৌসী আলী, জন্মভূমির সম্পাদক ওয়াদুদুর রহমান পান্না, বিটিভি খুলনা সংবাদ প্রতিনিধি মকবুল হোসেন মিন্টু, ঢাকা টাইমসের বিশেষ প্রতিনিধি শেখ আবু হাসান, পূর্বাঞ্চলের জ্যেষ্ঠ প্রতিবেদক ফারুক হোসেন, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এস এম জাহিদ হোসেন, এটিএন বাংলার খুলনা প্রতিনিধি এস এম হাবিব, প্রবর্তন সম্পাদক মোস্তফা সরোয়ার, খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মল্লিক সুধাংশু, কোষাধ্যক্ষ মো. রাশেদুর ইসলাম, যুগ্ম সম্পাদক মো. তরিকুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য হাসান আহমেদ মোল্লা, পূর্বাঞ্চলের বার্তা সম্পাদক অরুণ সাহা, কার্যনির্বাহী সদস্য দেবনাথ রণজিত কুমার প্রমুখ।
এ সময় খুলনায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিমন্ত্রী লিয়াকত আলী মিলনায়তন পরিদর্শন করেন এবং বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত হন।