অপরিকল্পিত উন্নয়নে চট্টগ্রামে যানজট ও জলাবদ্ধতা

চট্টগ্রামে অপরিকল্পিত উন্নয়নের কারণে যানজট ও জলাবদ্ধতা বাড়ছে বলে মন্তব্য করেছেন নগর বিশেষজ্ঞরা।
আজ সোমবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে ‘যানজট ও জলাবদ্ধতা’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। চট্টগ্রাম জেলা প্রশাসন ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এ সংলাপের আয়োজন করে।
সংলাপে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। ক্যাব সভাপতি এস এম নাজের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নগর পরিকল্পনাবিধ সুভাষ বড়ুয়া, ইঞ্জিনিয়ার জেরিনা হোসেন, ড. শামসুল হোসাইন, ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন বক্তব্য রাখেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দৈনিক সুপ্রভাত বাংলাদেশের প্রধান প্রতিবেদক ভূইয়া নজরুল।
অপরিকল্পিতভাবে নগরীতে ভবন ও ফ্লাইওভার নির্মাণ, হাসপাতাল ও বিপণিবিতানগুলোতে পার্কিং না থাকা, ছোট যানবাহনের আধিক্যকে যানজট ও জলাবদ্ধতার জন্য দায়ী করা হয়। এ ছাড়া নগরীর ট্রাফিক বিভাগের দুর্বলতাসহ পুলিশের দায়িত্বহীনতার নানা অভিযোগ করেন জেলা প্রশাসক।