রিশাকে হত্যার কথা স্বীকার করলেন ওবায়দুল

রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার রিশাকে হত্যা করার কথা স্বীকার করলেন ওবায়দুল খান।
আজ সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) আলী হোসেন আসামি ওবায়দুলকে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আহসান হাবীবের আদালতে ওবায়দুল ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি দেন।
জবানবন্দিতে বলেন, ‘আমি রিশাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু সে আমার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে। তাই আমি তাকে ছুরিকাঘাত করি।’
গত বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম দোলোয়ার হোসেন ওবায়দুলের ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এইচ এম আজিমুল হকের নেতৃত্বে গত বুধবার সকালে নীলফামারীর ডোমার থেকে গ্রেপ্তার করা হয় ওবায়দুলকে। এর পর তাঁকে ঢাকায় আনা হয়।
গত ২৪ আগস্ট দুপুরে ঢাকার কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনে ফুটওভার ব্রিজের ওপর ওই স্কুলের ছাত্রী রিশার পেট ও হাতে ছুরিকাঘাত করে ওবায়দুল। পরে চিকিৎসাধীন অবস্থায় ২৮ আগস্ট রিশা মারা যায়।
এ ঘটনায় ওবায়দুল খানকে আসামি করে একটি মামলা করেন রিশার মা। সেই মামলায় ওবায়দুলকে গ্রেপ্তার করা হয়।