বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ শুরু

অর্থনৈতিক সম্পর্ক জোরদার, বাণিজ্য, বিনিয়োগ ও নিরাপত্তা বিষয়ে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর জন্য ঢাকায় আজ থেকে দুই দিনব্যাপী বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারত্বমূলক সংলাপ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় এই বৈঠক শুরু হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস জানায়, মহাপরিচালক ও যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তারা ওয়ার্কিং গ্রুপের বৈঠকে যোগ দিয়েছেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি (রাজনৈতিক) ওয়েন্ডি শারম্যান এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাইয়ের বিসওয়াল সংলাপের প্লানারি সেশনে অংশ নেওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রসচিব শহীদুল হক। এতে পররাষ্ট্র, বাণিজ্য, জ্বালানি, স্বরাষ্ট্র, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা, অর্থনৈতিক বিভাগ ও সশস্ত্র বাহিনীর প্রতিনিধি রয়েছেন।
আঞ্চলিক সংযোগ, জলবায়ু পরিবর্তন, কাউন্টার টেরোরিজম ও খাদ্য নিরাপত্তা বিষয় এই সংলাপে আলোচিত হবে।
সংলাপে যোগদান ছাড়াও সফররত দুই মার্কিন কর্মকর্তা আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তাঁরা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সুশীলসমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন।
উন্নয়ন ও শাসন প্রক্রিয়া, বাণিজ্য ও বিনিয়োগ এবং নিরাপত্তা সহযোগিতাসহ দ্বিপক্ষীয় ও আঞ্চলিক কার্যক্রম বিষয়, দ্বিপক্ষীয় সহযোগিতার সম্পর্কের প্রসার ও দৃঢ় করার জন্য অংশীদারত্বমূলক সংলাপ একটি প্রাথমিক ফোরাম।