ধর্ষণের মামলায় কলেজশিক্ষক গ্রেপ্তার, চাকরিচ্যুত

গাজীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের মামলায় এক প্রভাষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ওই শিক্ষককে চাকরিচ্যুতও করা হয়েছে। গতকাল বুধবার রাতে ছাত্রীর মামলার পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার সকালে ওই শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান জানান, উপজেলার একটি কলেজের ওই ছাত্রী এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। যে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তিনি বিবাহিত।
গত মঙ্গলবার ওই ছাত্রীর বাড়ি থেকে লোকজন শিক্ষককে আটক করে পুলিশে দেয়। তবে পরিবারের সদস্য ও স্থানীয় ব্যক্তিদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে দেরি হওয়ায় মামলা করতে দেরি হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। আজ দুপুরে ওই ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান এসআই।
সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, এর আগে ওই শিক্ষকের বিরুদ্ধে এ ধরনের একটি ঘটনায় তদন্ত হয়। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ওই শিক্ষকের দুই বছরের ইনক্রিমেন্ট ও ছয় মাসের প্রভিডেন্ট ফান্ড বন্ধ করে দেওয়া হয়। আবার এ ধরনের অভিযোগ পাওয়ায় বুধবার তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।