চট্টগ্রামে হাসপাতালে যন্ত্র কেনায় দুর্নীতির প্রমাণ মিলেছে

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের অস্ত্রোপচার কক্ষের জন্য যন্ত্রপাতি কেনায় দুর্নীতির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতির ঘটনায় চট্টগ্রাম জেলার সাবেক সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরফরাজ খানসহ স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা জড়িত।
আজ বুধবার সকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় তদন্ত কমিটির আহ্বায়ক জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন ব্যবস্থাপনা কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলুর হাতে এই প্রতিবেদন তুলে দেন।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ২০১৪-১৫ অর্থবছরে দুটি পেশেন্ট মনিটর, দুইটি পালস অক্সিমিটার, তিনটি কালার ডপলার, একটি অ্যানেসথেসিয়া মেশিন এবং দুটি এয়ারকুলার চাহিদা বহির্ভূতভাবে কেনা হয়েছে। বেঙ্গল সায়েন্টেফিক কোম্পানির কাছ থেকে এমআরআই সিস্টেম ৯ কোটি ৯৫ লাখ ৫০ হাজার টাকা দিয়ে কেনা হলেও এর প্রকৃত মূল্য দুই কোটি ৮০ লাখ টাকা। চারটি এএসএল কালার ডপলার ৬৫ লাখ টাকা দিয়ে কেনা হয়েছে অথচ এসব পণ্যের প্রকৃত মূল্য সাড়ে ২৪ লাখ টাকা।
তৎকালীন সিভিল সার্জন ও অতিরিক্ত দায়িত্বে হাসপাতালের তত্ত্বাবধায়ক থাকাকালে ডা. সরফরাজ খান ক্রয় কমিটি, দরপত্র মূল্যায়ন কমিটি ও টেকনিক্যাল সাব কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মন্ত্রণালয়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ছাড়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে মামলার সুপারিশও করা হয়।
সভায় তদন্ত কমিটির সদস্য সচিব সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মুজিবুল হক, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুর্শিদা আরা বেগম, সদস্য ডা. ফয়সাল ইকবাল উপস্থিত ছিলেন।