ঢাকায় ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করবে সরকার

রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে বিশেষ রং দিয়ে চিহ্নিত করবে সরকার। রঙের পাশাপাশি এসব ভবনে ঝুঁকিপূর্ণ লেখা সাইনবোর্ড লাগানো হবে। বিবিসি জানিয়েছে, গত বৃহস্পতিবার জাতীয় ভূমিকম্প প্রস্তুতি এবং সচেতনতা কমিটির বৈঠকে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল জানান, ঢাকায় ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা ৭২ হাজার।
গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে তাতে সাইনবোর্ড টানানোর কাজ কঠিন হলেও এটা করা সম্ভব। তিনি আরো বলেন, ‘চিহ্নিত করা হলে প্রথমে ভবন রেখে তা রক্ষার চেষ্টা করা হবে। সেটা সম্ভব না হলে ভেঙে ফেলা হবে।’ চিহ্নিত করার প্রক্রিয়ার ব্যাপারে তিনি জানান, কীভাবে করা হবে, সে ব্যাপারে আবার বৈঠক করে সিদ্ধান্ত নেবেন।
তবে বিশেষজ্ঞরা বলছেন, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করার কাজটি কঠিন। বুয়েটের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী জানান, মধুপুরে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প ধরে নিয়ে ঢাকায় ৭০ হাজারের বেশি ভবনকে ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে।
মেহেদী আহমেদ বলেন, ‘এটা ধারণা থেকে বলা হচ্ছে। ফলে সব ভবন পরীক্ষা করে চিহ্নিত করে সাইনবোর্ড টানানোর কাজটি বেশ কঠিন এবং সময়ের ব্যাপার।’
গত ২৫ এপ্রিল নেপালে ভয়াবহ ভূমিকম্পের ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিহতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। এ সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করছে বিশেষজ্ঞরা। একই দিন ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। এ ভূমিকম্পে রাজধানীর একাধিক ভবন হেলে পড়ার দাবি করা হয়।