সিডিএর বিশৃঙ্খল উন্নয়নে সুফল পাচ্ছে না জনগণ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বিশৃঙ্খল উন্নয়নের সুফল জনগণ পাচ্ছে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে পরিচালিত অভিযানের কার্যক্রম পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। নগরীর সিটি গেট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ কার্যক্রম শুরু হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, ‘উন্নয়নটা বিশৃঙ্খলভাবে করলে এই উন্নয়নের সুফল জনগণ পাবে না। এখানে আপনারা এলিভেটেড না করে মনোরেল বা মেট্রোরেল করবেন কি না সেটা ভাবেন। মনোরেলে খুব বেশি জায়গার দরকার নেই। সিডিএর চেয়ারম্যানকে আমি বলেছি, আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গেও আলাপ করবো। চিটাগংয়ে বোধহয় মনোরেল বা মেট্রোরেল হচ্ছে সমাধান, এত কিছু না করে এবং সে ব্যাপারে আমরা আলাপ আলোচনা করব। এখানে রাস্তাগুলো যেভাবে অপ্রশস্ত রাস্তা, এখানে ফ্লাইওভার আরেকটা এলিভেটেড করতে গেলে আরেকটা রাস্তা ব্লক হয়ে যাবে। চিটাগং শহরটাই বিপর্যস্ত হয়ে যাবে।’
ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করা সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ বলে জানান ওবায়দুল কাদের। রাস্তার পাশে পশুরহাট থাকায় ও পশুবাহী গাড়িগুলো ধীরগতিতে চলার কারণে যাত্রাপথে যানজট বাড়ছে জানান মন্ত্রী। এ ছাড়া ঢাকা–চট্টগ্রাম ও ঢাকা- ময়মনসিংহ সড়ক চার লেইন হলেও মেঘনা, গোমতি ও কাঁচপুর সেতু মেরামত কাজ এবং সেতুগুলো দুই লেন হওয়ার কারণে চারলেনের সুফল পাওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।