চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী আহত

দুর্বৃত্তের গুলিতে আহত ব্যবসায়ী মাসুদুর রহমানকে আজ চমেক হাসপাতালে ভর্তি করা হয়। ছবি : এনটিভি
চট্টগ্রামের খুলশী এলাকায় দুর্বৃত্তের গুলিতে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ীর নাম মীর মাসুদুর রহমান। আজ শুক্রবার ভোরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শরীরের তিনটি স্থানে গুলির চিহ্ন পাওয়া গেছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহির আহমদ জানান, নাহার টেলিকমের মালিক মাসুদুর রহমান ব্যবসা বন্ধ করে বাসায় যাচ্ছিলেন। পথে দুর্বৃত্তদের গুলিতে আহত হন তিনি। পরে তাঁকে ছুরিকাঘাতে জখম করা হয়।
ব্যবসায়ীর ভাই শামসুদ্দিন জানান, তাঁর ভাইয়ের কাছ থেকে ছিনতাইকারীরা পাঁচ লাখ টাকা নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে খুলশী থানা পুলিশ কোনো তথ্য দিতে চায়নি।