চট্টগ্রামে ১৪১টি গ্যাস সিলিন্ডারসহ কাভার্ডভ্যান আটক

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সৈয়দবাড়ী এলাকায় অবৈধভাবে গ্যাস বিক্রির দায়ে ১৪১টি গ্যাস সিলিন্ডারসহ কাভার্ড ভ্যান আটক করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফোরকান এলাহী অনুপম এ অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালত অবৈধভাবে কাভার্ডভ্যানে ১৪১টি সিলিন্ডারের মাধ্যমে গ্যাস বিক্রি হাতেনাতে ধরে ফেলে।
ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একটি চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন সিলিন্ডারে গ্যাস ভর্তি করে অবৈধভাবে গ্রামের অলিগলিতে বিভিন্ন যানবাহনে বিক্রি করে আসছে। এসব গ্যাস বিক্রির সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ ছাড়া এভাবে খোলাবাজারে গ্যাস বিক্রি অবৈধ।
আজ ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পর ১৪১টি গ্যাস সিলিন্ডারসহ কাভার্ড ভ্যানটি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়।। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি দেখে লোকজন পালিয়ে যায়।
জব্দ করা গ্যাস সিলিন্ডারগুলো ধ্বংস করার জন্য কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে গত বুধবার একই স্থানে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অবৈধভাবে গ্যাস বিক্রির অপরাধে দুজনকে তিন মাসের কারাদণ্ডাদেশ দেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফোরকান এলাহী অনুপম ছাড়াও অভিযানে আর্মড ফোর্সেস ব্যাটালিয়ান ও ব্যাটালিয়ান আনসার সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন।