সাতকানিয়ায় আ. লীগ কর্মীকে গুলি করে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়ায় আওয়ামী লীগের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার কাঞ্চনা ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. হাসান।
পুলিশ জানায়, ইউনিয়নের বকশিরখীল পুকুরপাড়ে বাড়ির কাছে হাসানকে এলোপাতাড়ি গুলি করে কয়েকজন দুর্বৃত্ত। এ সময় হাসান মাটিতে লুটিয়ে পড়ে যান। গুলির শব্দ শুনে এলাকার লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন হাসানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক ডা. রাইসুল ইসলাম চৌধুরী জানান, হাসানের বুকে ও বগলের নিচে গুলিতে ছিদ্র হয়ে ব্যাপক রক্তক্ষরণ হয়েছে।
বিগত ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের দুই প্রার্থীর মধ্যে বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে স্থানীয় লোকজন। বর্তমান ইউপি চেয়ারম্যান রমজান আলী ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী মারুফ হোসেন দুই পক্ষের নেতৃত্বে আছেন। নিহত হাসান মারুফ হোসেনের সমর্থক ছিলেন।