দেশ উন্নত বিশ্বের দ্বারপ্রান্তে : এলজিইডিমন্ত্রী
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ২০৪১ সালে আমরা উন্নত দেশ হিসেবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করব। এরই মধ্যে দেশ উন্নত বিশ্বের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।
আজ রোববার দুপুরে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ, টিন ও চাল সহায়তা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
অম্বিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ চৌধুরী বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, শামসুল আলম চৌধুরী প্রমুখ।
পরে ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে ২০ কেজি করে চাল এবং ৬৪ জনকে এক বান্ডিল টিন ও নগদ তিন হাজার টাকা দেওয়া হয়।