নরসিংদীতে বৃষ্টির কারণে মসজিদে মসজিদে ঈদের জামাত

নরসিংদীর মনোহরদী নোয়াদিয়া দক্ষিণপাড়া জামে মসজিদে ঈদের নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কোলাকুলি করেন স্বাচিপ নেতা ডা. আবদুর রউফ সরদার (বাঁয়ে)। ছবি : এনটিভি
নরসিংদীতে আজ মঙ্গলবার ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য সকাল থেকেই বিভিন্ন বয়সের মানুষ ঈদগাহে যান। কিন্তু বৃষ্টির কারণে মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। মুসল্লিরা সেখানেই একে অন্যের সঙ্গে কুশলবিনিময় করেন।
সকাল সাড়ে ৯টায় মনোহরদী নোয়াদিয়া দক্ষিণপাড়া জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সহসভাপতি ও অগ্রণী ব্যাংকের পরিচালক ডা. আবদুর রউফ সরদার।
এ ছাড়া শহরের জেলা কালেক্টরিয়েট ঈদগায় নামাজ আদায় করেন জেলা প্রশাসক আবু হেনা মোর্শেদ জামানসহ প্রশাসনের অন্য কর্মকর্তারা। চিনিশপুর মাদ্রাসা ঈদগায় নামাজ আদায় করেন বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন।
নামাজ শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান সুশীলসমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন।