ঈদের দিন লেগুনাচাপায় প্রাণ গেল দুই শিশুর
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় লেগুনার চাপায় দুই শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পুল্লাকান্দি এলাকায় দেওয়ানগঞ্জ-সানন্দাবাড়ি সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো উপজেলার মদনের চর গ্রামের ইজ্জত আলীর মেয়ে রূপসা (৯) ও আমিরুল হকের মেয়ে আম্বিয়া (১২)।
দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাসিনুর রহমান জানান, আজ দুপুর ১২টার দিকে ওই সড়কের পাশ দিয়ে রূপসা ও আম্বিয়া হেঁটে যাচ্ছিল। এ সময় একটি লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে দুজনই ঘটনাস্থলে মারা যায়।
ওসি আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ রূপসা ও আম্বিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।