নির্বাচনের ঘোষণা দিয়ে ওনারা মাঠে নাই : প্রধানমন্ত্রী

বিএনপি আন্দোলন ডেকে ঘরে বসে ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারা নির্বাচনে অংশ নেওয়ার কথা বলেও ঘরে বসে ছিল। শুভ বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আজ শনিবার বিকেলে গণভবনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। সরকার ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য উন্নয়ন করছে বলে উল্লেখ করেন শেখ হাসিনা।
urgentPhoto
বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বুদ্ধপূর্ণিমা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ধর্মের লোকদের সাথে মতবিনিময় করেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ সমানাধিকার ভোগ করবে। আর সেই অধিকার বর্তমান সরকার নিশ্চিত করেছে।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির সমালোচনা করে বলেন, ‘আন্দোলন ডেকে তাঁরা ঘরে বসে আছেন। মাঠে কেউ নাই। চোরাগোপ্তা ককটেল মারছে, আগুন দিয়ে পোড়াচ্ছে, মানুষ হত্যা করছে।
আন্দোলনের মাঠেও যা করল, নির্বাচনে এসেও তাই করল। আমরা দেখলাম, ওনারা নির্বাচনে অংশগ্রহণ করবেন ঘোষণা দিয়ে দিয়ে সবকিছু করল। কিন্তু ওনারা মাঠে নাই। মাঠে নাই, তাদের প্রতিনিধি নাই, এজেন্ট নাই, কিছুই নাই। তারপর তিন ঘণ্টা ভোট হওয়ার পর হঠাৎ তারা সিটি করপোরেশন নির্বাচন থেকে প্রত্যাহার করল। হয়তো আরো খারাপ উদ্দেশ্য ছিল। তবে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা অত্যন্ত চমৎকার কাজ তারা করেছে, নিরাপত্তা দিয়েছে বলেই হয়তো মানুষের ওপর আঘাত... হয়তো আরো কিছু মানুষ খুন করেই, লাশ ফেলেই তারা প্রত্যাহার করত। সেই সুযোগটা তারা পায়নি।’
যারা এসব সহিংসতা করে জনগণের জানমালের ক্ষতি করেছে তাদের সবাইকে বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।