পাঁচতলা থেকে লাফিয়ে চিকিৎসকের আত্মহত্যা?

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় বাসার নিচ থেকে আজ বুধবার বিকেলে এক নারী চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি বাসার পাঁচতলার ফ্ল্যাট থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন স্বজনরা।
মৃত চিকিৎসকের নাম শিরিন আকতার বেনু (৫৪)। তিনি চট্টগ্রাম বন্দর হাসপাতালের চিকিৎসক ছিলেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানায়, নিহত শিরিন আকতার বেনু চিকিৎসক ফারুক রশিদের স্ত্রী। তাঁরা খুলশী আবাসিক এলাকার ৬ নম্বর রোডের ৬ নম্বর বাসার পাঁচতলায় থাকতেন। তাঁদের দুই মেয়েও পেশায় চিকিৎসক। একমাত্র ছেলে প্রকৌশলী। আজ বেলা ৩টার দিকে শিরিন পাঁচতলার ফ্ল্যাট থেকে লাফ দিয়ে নিচে পড়েন। এ ঘটনার ৩০ মিনিট পর বাসার নিচ থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
নিহতের নিকট আত্মীয় নূর ই আকবর চৌধুরী জানান, ডা. শিরিন ভারতে চিকিৎসাধীন অবস্থায় জানতে পারেন তিনি ক্যানসারে আক্রান্ত। এ খবরে তিনি দেড় বছর ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তবে কয়েক মাস আগে তাঁকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হলে ক্যানসার আক্রান্ত হননি বলে নিশ্চিত হয় তাঁর পরিবার। এই খবর জানার পরও তিনি মানসিকভাবে সুস্থ হননি।