খেলতে গিয়ে পানিতে ডুবে যমজ শিশুর মৃত্যু
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পানিতে ডুবে যমজ দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলার দোয়াইল ইউনিয়নের প্রসাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যমজ বোনদের নাম সাদিয়া ও নাদিয়া। এদের বয়স ছিল সাত বছর।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল উদ্দিন জানান, বিকেলে বাড়ির কাছেই যমজ বোন খেলছিল। বিকেল ৩টার দিকে বাড়ির পাশেই খালে পড়ে যায় দুজন। স্থানীয় বাসিন্দারা সাড়ে ৩টার দিকে খাল থেকে উভয়ের লাশ উদ্ধার করে।