ড্রিম হলিডে পার্কে দর্শনার্থীদের ভিড়

ঈদ আনন্দ উপভোগ করতে দেশের অন্যতম বিনোদনকেন্দ্র নরসিংদীর পাঁচদোনার ড্রিম হলিডে পার্কে দর্শনার্থীরা ভিড় করছে। ঈদ উৎসবকে স্মরণীয় করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বয়সের মানুষ বন্ধুবান্ধব ও স্বজনদের নিয়ে ভিড় করেছেন এ বিনোদনকেন্দ্রে। এ উৎসবের আনন্দ ভাগ করে নিচ্ছেন বিদেশিরাও। দর্শনার্থীরা যেন নির্বিঘ্নে আনন্দ উপভোগ করতে পারে, তাই পার্কের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা।
দর্শনার্থীদের আকৃষ্ট করতেই বর্ণিল সাজে সেজেছে দেশের অন্যতম এই বিনোদনকেন্দ্র। পুরোনো রাইডের সঙ্গে সংযোজিত হয়েছে ক্যাবল কার, ৯ডি থিয়েটারসহ আকর্ষণীয় নয়টি নতুন রাইড। ঈদ উপলক্ষে আধুনিক সব রাইডের পাশাপাশি মনোরম প্রাকৃতিক পরিবেশে বন্ধুবান্ধব ও স্বজনদের সঙ্গে সময় কাটাতে পার্কে এসেছে হাজারো বিনোদনপিপাসু।
মফস্বল শহরের নির্জন পরিবেশে ভিন্ন স্বাদ ও অত্যাধুনিক রাইডে চড়ে ঈদের আনন্দ আরো বেড়ে গেছে বলে জানিয়েছেন পার্কে বেড়াতে আসা দর্শনার্থীরা।
এক দর্শনার্থী বলেন, এই জায়গাটা খুব সুন্দর। বিশেষ করে ভূতের ঘর খুব ভালো লেগেছে। এই জায়গায় এসে ঈদের আনন্দ পূর্ণতা পেল।
সিঙ্গাপুর প্রবাসী এক যুবক বলেন, ‘এই প্রথম আমি ঢাকায় ঈদ করছি। এখানে এসে খুব ভালো লাগছে। সিঙ্গাপুরে অনেক পার্কে ঘুরেছি। কিন্তু এত সুন্দর দেখিনি। এখানে এসে আমি অনেক খুশি।’
বড়দের সঙ্গে এই আনন্দযজ্ঞে অংশ নিয়েছে ছোটরাও। তারা মজার মজার রাইডে ঘুরে উপভোগ করছে ঈদের আনন্দ।
এক শিশু দর্শনার্থী বলে, ‘আমি আমার বাবা-মার সঙ্গে এখানে এসেছি। এখানে খুব মজা করছি। নৌকা, ভূতের ঘর, রোলার কোস্টার আর ট্রেন বিভ্ন্নি রাইডে উঠেছি আর খুব মজা করছি।’
ঈদ উৎসবের আনন্দে দেখা গেছে বিদেশিদেরও। তারা সবার সঙ্গে মিলেমিশে উদযাপন করছেন ঈদ। পার্কের সৌন্দর্যে মুগ্ধ বিদেশিরা শুনালেন দেশের পর্যটন নিয়ে আশাবাদের কথা।
বিদেশি এক পর্যটক বলেন, ‘ড্রিম হলিডে পার্ক বাংলাদেশে এক নম্বর পার্ক। আমার খুব পছন্দ হয়েছে। এখানকার পরিবেশ খুব ভালো। এখানকার পানি, ঘাস সব কিছুই খুব সুন্দর।’
অন্য আরেক বিদেশি বলেন, ‘বাংলাদেশে আমি অনেকগুলো পার্কে ঘুরেছি। কিন্তু এত ভালো লাগেনি। ড্রিম হলিডে ফিউচার পার্ক এক নম্বর। প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর। ভবিষ্যতে অনেক চীনা বাংলাদেশে আসবে। তারা হলিডে ফিউচার পার্কে ঘুরতে আসবে।’
এবার ঈদকে আরো আর্কষণীয় করার লক্ষ্যে নতুন নতুন রাইড সংযোজন করা হয়েছে। দর্শনার্থীদের জন্য নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। বিদেশি পর্যটকদের জন্য পুলিশি নিরাপত্তার পাশাপাশি দেওয়া হচ্ছে নিজস্ব বাহিনীর নিরাপত্তা।
এ ব্যাপারে ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা বলেন, ‘ঈদে দর্শনার্থীদের আকৃষ্ট করতে বেশ কয়েকটি নতুন রাইড স্থাপন করা হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে এখানে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পার্ক কর্তৃপক্ষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করার পাশাপাশি প্রশাসনও নিরাপত্তা দিচ্ছে। অনেক বিদেশি পর্যটক এখানে এসেছে। এটি দেখেই বোঝা যায় এখানকার নিরাপত্তাব্যবস্থা ভালো।’