চট্টগ্রামে তিন শতাধিক শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান

চট্টগ্রামের আনোয়ারায় আজ শুক্রবার শিক্ষার্থীদের সাদ মুছা ক্রিয়েটিভ মেধাবৃত্তি দেওয়া হয়েছে। ছবি : এনটিভি
চট্টগ্রামের আনোয়ারায় তিন শতাধিক গরিব ও মেধাবী শিক্ষার্থীকে সাদ মুছা ক্রিয়েটিভ মেধাবৃত্তি দেওয়া হয়েছে।
আজ শুক্রবার সকালে শিক্ষার্থীদের হাতে এসব বৃত্তির অর্থ ও পুরস্কার তুলে দেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। আনোয়ারা সাদ মুছা ইন্ড্রাস্টিয়াল পার্কে এ পুরস্কার বিতরণ করা হয়।
মো. মোহসিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, উপজেলা চেয়ারম্যান তৌহিদুল আলম, নির্বাহী কর্মকর্তা গৌতম বাড়ৈ ও চৌধুরী ফরিদ অনুষ্ঠানে বক্তব্য দেন। পরে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের হাতে অর্থ পুরস্কার তুলে দেন অতিথিরা।
এ ছাড়া আনোয়ারায় শিল্পপ্রতিষ্ঠান স্থাপন ও শিক্ষায় বিশেষ অবদানের জন্য আবু মুছা চৌধুরী ও লিয়াকত আলীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।