ছুরিকাঘাতে নারী খুন, ‘আত্মহত্যা’র চেষ্টা ছেলের

চট্টগ্রাম নগরীতে মাকে খুনের পর এক যুবক আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
আজ শনিবার দুপুরে নগরীর বন্দর থানার গোসাইলডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন সেলিম এনটিভি অনলাইনকে জানান, নিহত কুমকুম চৌধুরী (৫৫) গোসাইলডাঙ্গার সাসটেন টাওয়ারের তৃতীয় তলায় পরিবার নিয়ে থাকতেন। সেখানেই তিনি খুন।
‘মাকে হত্যার পর ছেলে সৌমিত্র চৌধুরী (২২) নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর আহতাবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে’, যোগ করেন ওসি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) পংকজ বড়ুয়া এনটিভি অনলাইনকে বলেন, ‘পারিবারিক বিবাদের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। আহত সৌমিত্রকে হাসপাতালের ১৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
পুলিশের দাবি, উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন সৌমিত্র। এ নিয়ে মায়ের সঙ্গে প্রায় সময় ঝগড়া-বিবাদ করতেন তিনি। আজ দুপুরেও বাসায় মায়ের সঙ্গে কথাকাটাকাটি হয় সৌমিত্রের। এর পরই একপর্যায়ে ছুরিকাঘাতে খুন করা হয় কুমকুমকে চৌধুরীকে।