ভারত-শ্রীলঙ্কায় প্রশিক্ষণ সফরে নৌবাহিনীর দুই যুদ্ধজাহাজ

ভারত ও শ্রীলঙ্কায় প্রশিক্ষণে অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ চট্টগ্রাম নৌ-জেটি ত্যাগ করেছে।
আজ রোববার সকালে নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল তাদের পরিবেশনার মধ্য দিয়ে জাহাজ দুটিকে বিদায় জানায়।
এ সময় চট্টগ্রাম নৌ অঞ্চলের এরিয়া কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম আখতার হাবীব ও সহকারী নৌপ্রধান রিয়ার অ্যাডমিরাল এম শাহীন ইকবাল উপস্থিত ছিলেন।
বানৌজা সমুদ্র অভিযান ও বানৌজা সমুদ্র জয় নামে জাহাজ দুটিতে বাংলাদেশ নৌবাহিনীর ৩৩ কর্মকর্তা, দুজন নারী প্রশিক্ষণার্থীসহ ২৮ প্রশিক্ষণার্থী কর্মকর্তা, ২২ নারী ক্যাডেটসহ ৯৭ ক্যাডেট, ৩৪৪ জন নাবিক এবং বিভিন্ন মন্ত্রণালয়, বাহিনী, সংস্থা থেকে নয়জন কর্মকর্তাসহ ৫১১ জন সদস্য রয়েছেন।
বানৌজা সমুদ্র অভিযানের অধিনায়ক হিসেবে আছেন ক্যাপ্টেন এম কামরুল হক চৌধুরী এবং বানৌজা সমুদ্র জয়ের অধিনায়ক রয়েছেন ক্যাপ্টেন এম হুমায়ুন কবির।
প্রশিক্ষণ সফরের অংশ হিসেবে জাহাজ দুটি ভারতের পোর্ট ব্লেয়ার বন্দরে ২১ থেকে ২৫ সেপ্টেম্বর এবং ২৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত শ্রীলঙ্কার কলম্বো বন্দরে অবস্থান করবে।
প্রশিক্ষণ সফরে অংশগ্রহণের ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের সুনাম বৃদ্ধি এবং বাংলাদেশের সঙ্গে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার বিরাজমান সুসম্পর্ক আরো উন্নত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এ ছাড়া সফরের মাধ্যমে ওই দুই দেশের সঙ্গে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, নৌ নিরাপত্তাবিষয়ক কূটনৈতিক সম্পর্ক এবং বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মানোন্নয়ন হবে বলে মনে করছে নৌবাহিনী।
সফর শেষে জাহাজ দুটির আগামী ৯ অক্টোবর দেশে ফিরে আসার কথা রয়েছে।