প্রবাসীর কোটি টাকা আত্মসাতে ব্যবসায়ীর কারাদণ্ড

আমেরিকাপ্রবাসী এক নারীর এক কোটি টাকা আত্মসাতের দায়ে বন্দর এলাকার ব্যবসায়ী মোহাম্মদ হোসাইনকে এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। এ ছাড়া ওই ব্যবসায়ীকে জরিমানাও করা হয়।
আজ রোববার বিকেলে মহানগর অতিরিক্ত দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অনুপম চক্রবর্তী জানান, আমেরিকাপ্রবাসী রেহেনা বেগম খুকির এক কোটি ১০ লাখ টাকা আত্মসাত করেন ব্যবসায়ী মো. হোসাইন।
এ ঘটনায় রেহেনার ভাই সেলিম রেজা বাদী হয়ে ২০১২ সালে দুটি মামলা করেন। আদালতে শুনানি শেষে আসামি মো. হোসাইনকে এক বছরের কারাদণ্ডাদেশ এবং আত্মসাতের সমপরিমাণ অর্থ জরিমানা করেন।
মামলার বাদী সেলিম রেজা জানান, এর আগেও চেক ডিজঅনারের ১৩৮ ধারায় আরেকটি মামলায় আদালত মো. হোসাইনকে আরো এক বছরের কারাদণ্ড ও সমপরিমাণ অর্থ জরিমানা করেন।