দেশ চালাচ্ছে পুলিশ : খালেদা জিয়া

বাংলাদেশ এখন আর ‘গণতান্ত্রিক’ দেশ নয় উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করেছেন দেশ চালাচ্ছে পুলিশ। সাবেক প্রধানমন্ত্রী আরো অভিযোগ করেন, চিকিৎসার অভাবে বিএনপি নেতা নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টু রাজশাহী কারাগারে মারা গেছেন।
urgentPhoto
আজ রোববার রাতে তাঁর গুলশান কার্যালয়ে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের মানুষদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে বিএনপি চেয়ারপারসন এ অভিযোগ করেন। অনুষ্ঠানে শুরুতেই বিএনপি চেয়ারপারসনকে শুভেচ্ছা জানান বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিরা।
২০-দলীয় জোট নেত্রী খালেদা জিয়া বলেন, বাংলাদেশ এখন আর কোনো গণতান্ত্রিক দেশ নেই, পরিণত হয়েছে পুলিশি রাষ্ট্রে, দেশ চালাচ্ছে পুলিশই। আওয়ামী লীগের মতো সন্ত্রাসী বাহিনী দিয়ে বিএনপি ক্ষমতায় যেতে চায় না বলেও মন্তব্য করেন সাবেক প্রাধানমন্ত্রী।
‘বর্তমান সরকারের অধীনে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, বিগত সিটি করপোরেশনের নির্বাচনে তা প্রমাণ হয়েছে’ উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বলেন, পুলিশ আর গুণ্ডাবাহিনী দিয়ে টিকে থাকা যায় না জেনেই আওয়ামী লীগ সাধারণ মানুষ হত্যা আর গুম করছে। দেশের মানুষ আর এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না।
নাসির উদ্দিন আহমেদ পিন্টুকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ করে খালেদা জিয়া বলেন, ‘পিন্টুকে সুচিকিৎসা দেওয়া হয়নি। জেলে রাখা হয়েছে অন্যায়ভাবে; মিথ্যা মামলা দিয়ে। জেলে অসুস্থ অবস্থায় তার যে চিকিৎসা পাওয়ার কথা, তা দেওয়া হয়নি।’
বিএনপি নেত্রী আরো বলেন, ‘আদালত যে আদেশ দিয়েছেন সে আদেশও তারা [সরকার] মানে না। অন্য সময় আদালতের আদেশ দেখায়। আর এখানে যে আদালত আদেশ দিয়েছে সে আদেশ তারা মানে না।’ তিনি আরো বলেন, ‘আমি এমনও খবর পেয়েছি যে, রাজশাহীতে বাইরে থেকে ডাক্তার এসেছিল তাকে দেখবার জন্য। কিন্তু তাকে দেখতে দেওয়া হয় নাই। অসুস্থ মানুষকে ওরা [কারা কর্তৃপক্ষ] ডাক্তার দেখাতে দেয়নি। এদেরকে কি আপনারা মানুষ বলবেন? এরা মানুষরূপী নরপিশাচ। আজকে এই অবস্থা হয়েছে দেশে।’
বিডিআর বিদ্রোহে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কারাবন্দী বিএনপি নেতা নাসিরউদ্দিন আহম্মেদ পিন্টু হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার দুপুর মারা যান।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান ডা. রইছ উদ্দিন জানান, বিএনপি নেতা পিন্টুকে দুপুর ১২টা ২০ মিনিটে হৃদরোগ বিভাগে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। তিনি জানান, হাসপাতালে আনার ২০ থেকে ৩০ মিনিট আগে তিনি মারা গেছেন।